"নামতে মানা
কেবল চড়াই"
সেই গলাটাই
সবার জানা।

কাজল টানা
প্রথম শ্রেণী
ফিতেয় বেনী
প্রশ্ন নানা।

রোজ বাহানা
লিখতে বসে
অঙ্ক কষে
গোল্লা আনা।

গণ্ডী টানা
গেটের ভেতর
কাটতো প্রহর
কয়েক খানা।

আনার দানা
ফেললো চাল
তাতেই কাল
অন্ধ-কানা।

বেড়াল ছানা
সেদিন থেকে
লুকিয়ে রেখে
ভাঙলো ডানা।

আজ রটনা
কে চালালো
কার জোরালো
রোলার খানা।

পশুর হানা
থাবার গ্রাসে
বন্ধ শ্বাসে
ভাসছে পানা।

সবার জানা
সেই গলাটাই
"কেবল চড়াই
নামতে মানা।"