আ্যনাটমি
✍️
Aditi Chakraborty
সুদূর অতীত যদি চিনতে না পারে
আদরের উপহাস উপবাসে মারে
স্বমেহনে নেমে আসে আলো সুহাসিনী
বেকসুর মরে গেছি তাওতো বলিনি।
বুকভারি এক নদী দাঁতে কেটে খেতো
জোৎস্নার মরমিয়া কোতোয়াল সেতো
সুদূর অতীত যদি ফেরত পেতাম
তিতাস তিতাস মনে আপেল খেতাম।
আধখোলা রাত্রির বোকাসোকা মোড়ে
শারদীয়া ছাতিমের ঘ্রাণ ভেঙে পড়ে
বুকের কান্না আজ মোচড় দিলো যাকে
বালিকা বেলার সেই সুখবরে থাকে।
সাদা পর্দায় শব ঢেকোনা এখনই
কবির খাতায় থাক ছেঁড়া আ্যানাটমি।