এই যে তুমি মাইল দূরে,হৃদয় জুড়ে  
তবুও তোমায় হাত বাড়ালেই স্পর্শ পাই
আবেগভরা উষ্ণ বাতাস নিঃশ্বাসে আর প্রশ্বাসে খাই
মাইল দূরে অন্তপুরে হাতের নিটোল পিঠ জোড়া ওই রিনিঝিনি
"তোমায় চিনি,তোমায় চিনি"
বাজতে থাকে,
দারুচিনির দ্বীপের ছবি আটকে যাকে
রোজনামচার গল্প বলি
ছায়ার মতো লেপ্টে চলি
মন্দিরে যাই,ঘন্টার ঢং ঘোষণা
জানায়
পরজন্মে পুষিয়ে দেবে কানায় কানায়
এজন্ম তাই পরখ করে।
প্রবল জ্বরেও শীতল হতে তোমার ছবি পাতায় পাতায় উল্টে দেখি
শুনছো? শোনো,পাগল হতে আর দেরী কি?
ভালোবাসে সত্যি যারা,
তারাই এখন নামডাকেতে, "অকর্মার মস্ত ঢেঁকি"।
🖋️
Aditi Chakraborty