আসলে তো সবটুকু মন
গত দুই বছরের বারণের দাগ একটানা
সওব জলে ঢেলে আসা
একনদী সুখ পেতে উন্মুখ
আজকের দিনে।
মন চিনে চিনে বেঁধে বেঁধে থাকা
রসদ জুগিয়ে যাবে সারাটা বছর প্রাণে বাঁচার
এই সব খুঁটিনাটি, হাসি আর হুল্লোড়
এইসব ঘরোয়াসুলভ প্রীতি
মন্দির চাতালের কিছুটা বিরতি
সব বুকে আগলিয়ে রাখি
আকাশের নীল আজ আরও নীল ছিলো
ছবিগুলো আবারো মন দিয়ে দেখি
ভুলোনা যেন কক্ষনো কেউ কারও পর নয়
আবার রাখব হাতে হাত, আজ থেকে সে দিনের জন্য প্রতীক্ষা থাকুক সবটাসময়।