সুরে সুরে গান হয়ে মিশে গেছে অজয়ের ভ্রমণকাহিনী
কখনও ভাবিনি স্রোতস্বিনী নদীটির ধারে অকারণ দেখা হবে।
মুছে ফেলা প্রেম ও চুম্বন থইথই এক ঝলকে
মুঠোভরা বিকেলের আলোটুকু এই আমি রাখলাম দাহ্য পলকে।
--অনির্বাণ অরণ্য চেয়েছিলে তুমি
স্রোত ছুঁয়ে যেভাবে সুনসান চরভূমি
আঙুলের স্পর্শদাগ রেখে যায় শস্য সমতলে
মোহনার ডাক দিয়ে আজ আমি তোমাদেরই দলে
ভূগোলের নিরন্তর ক্ষয় নদীকেও ডেকে নেয়
জায়মান আলো দিয়ে ধরে রাখি কিছুটা সময়।
চলমান পৃথিবীকে দেখবার ছলে
চোখ রাখি অজয়ের জলে
পৃথিবীর যাবতীয় বসবাস কতো অবিরোধ আছে
একেক জলের কণা একসাথে আগুপিছু নাচে
মেঘেদের উলুধ্বনি বাজে
ঘরে ফেরে গুটিকয় চিল
দুইপাড়ে ঢেউ ভাঙে ফেনায় ফেনিল।