আহা বসন্ত
~অদিতি চক্রবর্তী
-------------
বসন্ত আসতেই
তোমার বুগিয়ালে আমার গণসঙ্গীত
অবাধ্য প্রেম ক্রমাগত যুদ্ধ লড়ে
লাল,হলুদ শাড়ী
আর হাওয়াদের চু কিত কিত।
ছায়া এসে সন্ধ্যে সাজায় চেয়ার পাতা ঘরে
জানলার গরাদে কপাল ঠেকিয়ে
কারো কোনো কথা নেই,
রোজ এভাবেই চুপিসারে
কলখোলা চানঘরে অকারণ জল পড়ে যায়,
ঘুমিয়ে রয়েছে ঘর ।
বসন্ত সাজিয়েছে একে অন্যকে
এভাবেই ফোঁটায় ফোঁটায়
নাইনের মাথামোটা ক্লাসমেট
বাহান্ন বছর ধরে নরম হাওয়া--
শহরে বসন্ত এলে
নিরুপায় নিঃস্ব চাওয়া পাওয়া।