রঙের বাটি ঢালতে কেন চাও
বুকের পাঁজর অতোই নরম ভাবো?
পোড়াচ্ছি মন আকাশছোঁয়া ঘরে
সন্ধ্যে হতেই বিস্মরণে যাবো।
তার মতো আর টগবগে মুখ নাই
যখন তখন দুরন্ত তেজ তুফান
গলনপ্রবণ দৃষ্টিটা ঝুমনীল
ইশারার ভুল মানে করে অভিমান।
শিখছি এখন রূপকবিতার শিষ
রাংতাকুঁচি বন্দীপাখা জ্বলুক
জন্ম,মৃত্যু ছুঁড়ে ফেলে নিশানাতে
রঙবাটিতে ডোবাই আগন্তুক।