কান্নাগুলো ছোটো বড়ো  পাথর হয়ে ছিলো
সময় পেলে ছেনি হাতুড়ি নিয়ে বসতাম
কিছু একটা আদল বানাতে মন চাইতো
চাই এক আর গড়ার পর দেখি সেসব আরও শক্ত পাথরের আদল
হাতের ওপর খুব রাগ হলো তখন
বুঝতে পারি কান্না রঙে ধূসর না এলে সঠিক প্রেম আসেনা
একমাত্র প্রেমই পারে ফুল ফোটাতে
আজ রঙ তুলি নিয়ে কাঁদাপাথর গুলিতে ছোঁয়াতেই,কি আশ্চর্য!!
তোমরাও পারবে আমি জানি।
একটু চেষ্টা করে দেখোইনা--
🖋️
Aditi Chakraborty