যেদিকে বারায়েছি হাত,
জানিনা কখন কোন অজান্তে নিঃশব্দে করেছি আঘাত
ঘুণ পোকা উঠেছে নড়ে |
কত সুজন কত না আপনজন
গেলো গেলো রবে উঠেছে বলে
অশ্রু ফেলেছে হয়তো ভাবের গভীরে |
অপরাধ তবু জাগেনি কখনও,
ব্যথা দিতে তো নয় চেয়েছি ঘোচাতে
আঘাত দিতে নয়,আঘাত সইতে
হাতে হাত বুঝি মেলাবে কেউ ভেবেছি তখনও |
রাতের ঘুম স্বপ্নে ভেঙেছে
কোন দূত যেন দিয়েছে আহ্বান,বলেছে কানে কানে
এখনই এসেছে সময়,
কে বা আপন কে বা পর তাহা ভাববার নয়,
যারেই তুমি করবে নিজের
সেই তো হবে আপন তোমার |
ধর্ম-ধ্বজা,জাতের বেড়ায়, হানো আঘাত সজোরে,
বিষাক্ত লেহন বড় হিংস্র,বরই খিদে- নজরে
করতে পারে গ্রাস ! দিও না জীবন অঘোরে |
মর্মে হয়তো লাগবে আঘাত নিকট আপনজনের,
সে আঘাত হবে আশীর্বাদ সর্বকুলের
অসহায় যতো লক্ষ জনের |
জোড়া কতক অশ্রুধারা মুুছে দেবে
অগুন্তি কত অশ্রুপথ,
বুঝবে তারা সেদিন,গড়তে হবে
মধুর মিলন জীবনপথ |