আমার ভাবনা যখন আবির মাখে তোমার ছোঁয়া পেতে,
সবুজ ঘাসের পথটি দিয়ে চলে যেতে যেতে
কেমন যেন হারিয়ে ফেলি নিজেরই চলার পথে
ভেসে যাই কোন অজানা স্রোতে
আমার আমাকে খুঁজতে |

কখনও তোমায় খুঁজে পাই,কখনও হুঁস হারাই,
উথাল পাথাল মন,ঢেউয়ের তালে চলে যে ছুটে |
বলার মত থাকে না তো কিছু
বারিয়ে দিই হাত দুটো শুধু
ভয় হয়,ভাবনার সুতো যায় বুঝি কেটে |

মাঝ দরিয়ায় পৌঁছে যখন পিছন পানে চাই
কোথায় গেল ফেলে আসা পথ চিহ্নটি তার নাই |  
যারে আমি এসেছি ফেলে সে কতকাল রয়,
এপারের ছবি ম্লান হোয়ে রয়,ওপার ডাকে যে তাই |

ভাবনা মরে ভাবের ঘোরে তাই সে চিরময় |