আজ বাতাস ধরেছে ধূণ
রাগ মুলতানি,
নীরে বসে বিহগেরা
করে কানাকানি!
শুনিনিতো কখনও
বাতাসেরও আছে ,এত
মধুর বাণি,
বতাস হেসে বলে,সে তো
আম জানি,
তাইতো চেয়েছি শোনাতে
এ রাগের কাহিনী|

কতবার শোনাতে চেয়ে
নিয়েছি শপথ,
বারে বারে প্রহর গুনে
হারায়েছি পথ|

আজ এই অবসরে বেঁধেছি এ মন
হৃদয় মুকুল আজ
বড় উচাটন|
শোনাতে আপনজনে,বলো
কত আর সয়,
বুকের ব্যথা যত, বুকেই রয়|

হারাতে চাইনা আর এই শুভক্ষণ
তোমাদের মনে আমি
চাই যে আসন|