বরষা এসেছে আজ নিশীথ রাতে
নিঃশব্দে নিভৃতে,
শুনেছো তার রিমিঝিমি সুর
অঝোর ধারায়,তারই মূর্ছনা
কত কথা বলে যায়
ঝরে যেতে যেতে |
কতদিন পরে তার পেয়েছি দেখা,
আঁধারের আলোতে
এই রূপে একা |
কি দিয়ে করবো বরণ
পাই না যে দিশা,
দেবার মতো আছে শুধু
নিবির ভালোবাসা |
রাত গরিয়ে যাবে ভোরেরই আশায়
সিক্ত বেলের কুঁড়ি স্নানটি সেরে
একটু একটু করে,উঠবে হেসে
সুরভী ছড়িয়ে দেবে
ঝিরঝিরে বরষায় |
তবু,যারে নিয়ে এতো স্বপ্ন
অপেক্ষা এতকাল,
ক্লান্ত শ্রান্ত হৃদয়,তারে
চায়না ছেড়ে দিতে
এই রাত্রি দশায় |