আগের মতো জীবন চলছে আপন ধারায়
আকাশ আছে, চন্দ্র সূর্য আছে, আছে সবকিছু, অনেক অনুকূলতাও আছে তবু যেন আজ ছন্নছাড়া,
সাত রঙের রামধনু সবার চোখ কাড়ে কিন্তু থাকে কতখন,
সুষম আহার বলে যে খাবার সবচেয়ে প্রিয় তালিকায় ছিল একদিন-
জানিনা কেন মুখের স্বাদটি এত কমলো, যাদের জন্ম কাল হয়েছে বললে ভুল হবে না
ওদের বেড়ে ওঠার অস্বাভাবিক স্পিড আগে চোখে পড়তোনা এতটা।
সবচেয়ে সমাদৃত মনুষটা এখন সমাজর চোখে অনেকটা লাঞ্চিত,
সবচেয়ে সাহসি মানুষটা এখন অনেকটা কাপুুরুষ
পরিবারের সবচেয়ে অবদান রাখা মানুষটা এখন সবার চোখের বালি,
যে পথে সব মনুষ যেত, যেথায় বসে সবাই আড্ডা দিত এ পরিবেশ কি হলো, কেন হলো কেউ এসব নিয়ে কেউ আর মাথা ঘামায় না।
যেদিকে যাই যেদিকে চাই পরিবর্তন আর পরিবর্তন,
যে বাড়ীতে কত মানুষ ছিল,কত কথাবার্তা মাতকথা অন্য মানুষের আনাগোনা কত কিছু ছিল, এখন অনেকটা স্তব্ধ,একটা পখির ডাকও শোনা যায় না,
সময়ের প্রবাহমান ধারা স্মরণ করিয়ে দেয়
"আসলে কেউ কারু নয়, আর মানুষের অবস্থানটা বড় ছোট বড় ক্ষুদ্র... "
অনেক প্রাপ্তি নিয়ে ছোটবেলায় স্বপ্নের জালবোনে ছিলাম.... আজ দেখি পৃথিবীতে প্রাপ্তি বলে কিছু নেই- শুধু ক্ষনিক অংশিদার মাত্র ...
আশার চার দেয়াল অনেকটা স্তিমিত হয়ে আসছে..
সকালের আলোয় ভরা উজ্জ্বল আকাশের মনোরম দৃশ্য যেন আজ বলতেই থাকে- "কোথায় গেল সেইদিনটি তোর.... আমিতো আজও আছি
বাগানেওতো যথেষ্ট ফুল ফুটে"...
এ বয়সে কত মানুষকে হারিয়েছি আর হারাচ্ছি
অস্থায়ী ঠিকানায় অনেকটা স্তম্ভিত ....
আশ্চর্য অভিজ্ঞতা দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করা যাদের অনিবার্য হয়
তাদের কথা ভাববার ঠিক আগেই নতুন অভিজ্ঞতা র সঞ্চয় হয়... হায় এই কি জীবন।
যেখানে গিয়েছি, বা যাই শুধু ক্ষয় আর ক্ষয় ভাঙনের দিক চিহ্ন গুলো কি প্রতিদিনের সাথি....
অনিশ্চিত অপূর্ব দৃষ্ট স্রোতের দিকে
চলতেই হচ্ছে আজ,
ব্যাপক ক্ষয় কে সাথী করে জীবন পথে এক জলক অভিজ্ঞতা রেখে দিলাম হে মহামূল্যবান সময়।