অনর্গল অল্প অল্প করে
মিশবো একদিন বিশালে,
হারিয়ে যাওয়ার বিষাদে
বিস্তৃতের অনন্ত সীমা স্পষ্ট ভাসে।
ওগো সময় আর করিনা
তোর উপর ভর; ছাড়িওনা
ভরসা; তোর অস্তিত্বে কত
বাড়ালে আপন-পর; পর-আপন...
হারিয়ে যাওয়ার স্বর্ণময়তা
যন্ত্রণায় ডাকে অনাগতে;আরেক
বিশ্বের আগমন ঘটে;নতুন পারিপাশ্বে
মূক হয়ে চেয়ে থাকি আমিহীন পৃথিবীর পানে।