জীবনের রং গুলো সামনে এসে ভাসে
আমি বরং আানন্দিত হই...
এক মুষ্টি আনন্দ বড় ক্ষীণ ভাবে দেখি,
সকলেবরের স্বীকারোক্তি বিস্মিত স্বরে হাসি
রেখায় রেখায় যে মিল এইতো বুঝি আনন্দ।
ক'দিন আগে আগত শিশুটি মা বাবা আত্মীয়দের হতভম্ব করে দেয় তার আকাশ আলো হাসি দিয়ে..! যুগান্ত বিস্মৃত ইতিহাসের মর্মচূড়া পৃথিবীর সব আনন্দ দেখিয়ে দেয়।
আকাশ যখন হাসে পৃথিবী তখন কাঁদে
পৃথিবীর কান্নার সুর আকাশের আয়নায় ভাসে,
নদী বা স্রোতস্বিনী ও সময়কে মানুষ সমার্থক ভাবে, পরিচিতির অবয়বে ধারাবাহিক কান্নায় নির্গত পানি পৃথিবীর সমস্ত স্রোতস্বিনীকে হারিয়ে দেয়।
জন্মের তরে ক্ষনিক পুষ্পশুভা দাড়ায় আপন কাটা হয়ে, অথচ ঝরনাধারায় আপনাকে খোঁজে
কিন্তু কোন কিছুইতো আর বসে নেই!