মনুষত্ব্যের বিপর্যয় আজ বিশ্বজোড়ে....
মানুষ কাঁদে মানুষের তরে
মানুষ অসহায় মানুষের কাছে...
দেশ কাল পাত্র পরিস্থিতি সর্বত্র সবলের
আগ্রাসন চলে....
মেডিকেল ছাত্রী কর্তব্যরত চিকিৎসা কর্মী
রাত এগারোটায় বাড়ীর সবার খোজ খবর নেয়
ফোনে... এরপর পড়তে বসে চিকিৎসা মহাবিদ্যালয়ের সেমিনার হলে.....
সকালে আবিষ্কার হলো এক অসহায় চিত্র।
পাশবিকতার বলি হওয়া এই মেয়েটার
মৃতদেহ.....
কোথায় ছিল কর্তব্যরত প্রহরী
এত বড় মেডিকেল কলেজের
বাদবাকি রা কই.....
এই প্রতিষ্ঠানের জন্য যে মানুষটা অহরহ শ্রম দেয়,
দিন রাত রোগীর সেবায় নিয়োজিত -
এখানেই সে সাংঘাতিক অসহায় একি সভ্য জাতি সভ্য সমাজ.... এই কি একটা অসুস্থ মানুষেকে সুস্থ করার প্রতিষ্ঠান.....
একদিন
নির্ভয়ার সাথে যা ঘটলো...
দিল্লির রাজপথে নামলো জনজোয়ার...
তার সমবেদনায় কেঁদেছিল সারা দেশ...
আইন কানুন সংশোধন নিয়ে
চর্চিত হলো সংসদ চত্ত্বরে...
তারপর আইন কানুন নিয়ম নীতির কত বারোটা
এদেশের আনাচে-কানাচে বাজে
কে এর খবর রাখে...
হায়দ্রাবাদের কন্যা প্রিয়াঙ্কার প্রতি
কয়েক বছর আগে হওয়া অন্যায়
জাতি আজোও ভুলে যায়নি....
পশু চিকিৎসা কর্মী ধর্ষণের স্বীকার হয়ে
জ্যন্ত পুড়ে ছাই হতে হলো....
হায়....! মা বাবা কিংবা
আত্মীয়রা হয়তো আজোও চোখের জলে বুক ভাসায়....
কি নির্মম পরিহাস....
বেশ কয়েক বছর আগে সংবাদপত্রে পাওয়া খবর
মনে বেশ দাগ কাটে....
আমাদের করিমগঞ্জের মেয়ে মুমিনার মৃতদেহ
মিলল দিল্লির এক ঘন অরন্যে
উচ্চ মাধ্যমিকে উচ্চ সাফল্য অর্জনের পর
উচ্চ স্বপ্ন নিয়ে উচ্চ শিক্ষার্জনের জন্য যায়
দেশের রাজধানী শহর দিল্লির এক উচ্চ প্রতিষ্ঠানে....
কিন্তু শেষ পর্যন্ত যা ঘটলো তা বড় মর্মান্তিক....
অসুস্থ মানুষ সুস্থ হওয়ার প্রতিষ্ঠান আছে,
অসভ্যরা সভ্য হওয়াও প্রতিষ্ঠান আছে,
দুনিয়ার নিয়ম কানুন চলাফেরা আন্দাজ আন্দোলন
লাভ লস সব কিছু নিয়ে চর্চার যায়গা আছে,প্রতিষ্ঠান আছে....
শুধু মাত্র...
শুধু মাত্র মানুষ তার প্রয়োজনে মাঝে মাঝে
অসভ্য হয়ে ওঠে.....
হায়! কি নির্মম মানুষ আর
স্বার্থপর সভ্যতা....