সবল দুর্বল দু' শ্রেণি আজ সমাজে
গরীব মানুষের পরিসর বড় ক্ষুদ্র
নানা দিক থেকে তারা বিধ্বস্ত....
মুক্ত পৃথিবীর বাসিন্দারা আত্মপরিচয় ভুলে যায়।
নেই শৌর্য নেই স্বাভিমান
তোষন ধর্মীয় বিশ্বাসে ভরপুর বিশ্ব
তবু নেই স্বস্তি নেই কল্যান
ধর্মাবেগের বলি সব ন্যায়, ন্যার্যতা....
নগ্ন মানুষ দিশেহারা কি পাগলের প্রলোভনে পা দিয়ে...
নি:স্বের কান্নার করুন সুর কন্ঠে বিমুখ আজ,
দল উপদলে বাহবা কুড়ে...
নজীরহীন দৃষ্টান্ত রচে।
মানুষের জয় হোক
মানবতার মঙ্গল কামনায়
আর কার্পন্য নয়।