আমার মা আছেন বলে
আজও আমি অধৈর্য হইনা
শত বিপত্তির মাঝে প্রেরণা পাই
পথ চলি আপন মনে।
মন কখনো আপ্লুত হয় আবেগে,
সময় সময় পেরেসান হই;
কখনো নিজের কাছে নিজের অবস্থা
বড় গৌণ মনে হয়।
বিভ্রান্তের ছোয়াচে আবারও পথ চলি
জীবনতো কাটাতে হবে...
হাজারো আস্ফালন সবতো ছাই হবে একদিন।
আসলে আকাশতো স্পর্শ করা যায় না,
জীবন -জীবনের রঙ বদলে নেয়,
অহংকার মানুষকে কষ্ট দেয়।
রাত দিন হওয়া জগতের বাইরে নয় আমি;
জীবনের সূত্র মিলালে সুখে স্পর্শ নাই...
উঠা-নামার উত্তাল ঢেউ সমুদ্দূরে....
কিছু ভালোবাসার রেশে চমকে যাই;
জীবনের সহজ হিসেব বেরোয়...
থমকে যাই অধৈর্য হইনা
মায়ের মুখ দেখে শান্তি পাই
মা আজও আছেন বলে।
(10.3.17)
আবুল কাসিম