চন্দ্রসূর্যালোকের ন্যায় হৃদয়ালোক
যেন পৃথিবীতে স্থায়ী থাকে।
পথহীন পথিক কুটির খোঁজে পাক,
সাধু বেশের প্রচুর ছড়াছড়ি
গুছিয়ে গুছিয়ে ওঠা যুক্তির যুক্তরাজ্য
তারপরও মানুষ কাদেঁ...
মানবের ইতিহাসে সর্বত্র এত সংকট কেন?
বাহ্ পাখিরা কতই না স্বাধীন
স্বজাতি সম্রাজ্যে কত যে সহানুভূতিশীল।
কোন রূপ বৈষম্য তাদের কাছে নেই।
পৃথিবীর মুক্ত পরিসরে অবাধ বিচরণ...
স্বাধীন অধিকার।
জল স্থল মরু সব পথে যাতায়াত...
কোথাও নেই কোন কাটা তারের জাল...
কেউ স্বদেশি কিংবা বিদেশিও নয়...
নেই কোন শিক্ষা প্রতিষ্ঠান,
নিজস্ব নিয়ম কানুনের কোন
গাদা গাদা গ্রন্থ,
পিছুটানহীন অনুভূতি আবেগ
মিষ্টি সুরের সঙ্গীত অহরহ .
অনেক অসংলগ্ন আচরণেও এক
বিস্তৃততর সিলেবাস রেখে যায়;
-হয়তো তাদের "হৃদয়ে দীপ্তি আছে"।