হে নবযুবা তোরা সবে একটু দাঁড়া,
সোনার ভারত এগোবেনা তোরে ছাড়া।
প্রদীপ্ত অন্তরে হয়ে সবে একাকার,
মুছে দিতে হবে সব অপমান ভার।
ভারত বীণার গান তোর কন্ঠে নিয়ে,
এক করো নব ভাবনার সুর দিয়ে।
হিংসে দ্বেষ সব দোষ পরিহার করে;
দাড়াও সবে- সবের হাতে-হাত ধরে।
তোরাই সপ্ন তোরাই সব তোমাদের;
কে হালকা করবে ভোজা তোর কাঁধের।
সময় ঘনিয়ে এসেছে রক্ষা করার;
পথে প্রান্তরে স্ব-নি:স্বের আর্তি শোনার
"কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন"-মন...
ভেদ-বিবাদ ভুলে সব এসো এখন।