আমার ভারত জাগবে জেনো আবার নতুন করে,
ভারত মাতা সুরক্ষিত হবে , কোন দেবতার বরে।
গলির মোড়ে, টিভি, রেডিও আর স্মার্টফোনে,
বাহাত্তর বছরের স্বাধীনতা এমনই দিন গোনে!
ফেসবুকে, হোয়াটস্যাপে শুধুই স্বাধীনতার চিহ্ন,
অনাহারগ্ৰস্ত শিশুর চোখে, স্বাধীনতার রঙ ভিন্ন।
নাম না জানা ধর্ষিতারাও স্বাধীনতার সুখ চায়!
তেরঙা পতাকা যদি তাদের লজ্জাটুকু বাঁচায়।
ওই বৃদ্ধাশ্রমও গান ধরেছে , স্বাধীনতার সুরে,
ছেলেবৌমা বড়ই আজব,বৃদ্ধ বাব-মা কত দূরে।
স্বাধীনতার ভাষায় এরা মানুষ,নাকি অভিনেতা?
পনেরোই আগস্ট যা পালন হয় ওটাই স্বাধীনতা?