সবুজ গাছই কালো হয়েছে আজ,
সবুজায়নে চেনা কংক্রিটের রাজ।
ক্লান্ত শহর চলছে দূষণ রথে,
আমি তুমি সবাই মরুর পথে।
সবুজের বুকে সাজানো ইমারতে,
মিথ্যে প্রলেপ সবুজায়নের ক্ষতে।
নেই আর সেই সবুজের সমারোহ,
ভুলিয়ে রেখেছে যান্ত্রিকতার মোহ।
হঠাৎ যেদিন থমকে যাবে জীবনের রেলগাড়ি,
ভেঙে পড়বে হাজার ইমারত, অট্টালিকা বাড়ি।
জলে ডুববে জীবনের প্রাত্যহিক সব কিছু,
অক্সিজেনের জন্য ছুটবে সিলিন্ডারের পিছু।
মনে হবে প্রতিমুহূর্ত রোজ উপনীত ধ্বংসের দ্বারপ্রান্তে,
বুঝবে তখন নিজেদের খুন করেছি জানতে , অজান্তে।