ঘরের থেকে লক্ষী তোমার কবেই গেছে চলে!
ঘটা করে আনছো লক্ষী! লক্ষী পুজো বলে?
চেনা লক্ষী ছেড়ে আমরা এখন মত্ত অচেনাতে,
রাস্তায় অর্ঘ্য ছাড়া ছোট্ট লক্ষী ফিরছে শূন‍্য হাতে।
আজ ঘরের লক্ষী স্বামী-পুত্রের কাছে  নির্যাতিতা।
যুগের লক্ষী ঘোর অন্ধকারে নিষিদ্ধ পল্লীর পতিতা।
সিঁদুরকৌটো হারানো বিধবা কালের লক্ষী জেনো।
সাদাথানেই আসুক লক্ষী , চোখের জলে কেনো?
মাসিকের জন‍্য মেয়ে নাকি যাবেনা ঠাকুরঘরে!
ঘরবন্দী থাকলে লক্ষী, মন্ডপে আসবে কি করে?
সতীদাহ বন্ধ তাও  ঘরের লক্ষী পুড়ছে সহস্রবার,
বিসর্জনের আগেই সবার লক্ষী যে পুড়ে ছারখার।
লক্ষী সাধনায় সমাজ আবার ছুটছে উল্টোস্রোতে,
তাই পাথরের ওই পুতুলগুলি, চাইছে লক্ষী হতে।।
#অর্ঘ্যদীপ।