তখনও মা সাজেনি বস্ত্র অলঙ্কারে,
সাজেনি মা,মন্ডপেতে হাজার রঙ বাহারে।
ভেজা মাটিতে মায়ের তখনও কিন্তু হয়নি চক্ষুদান,
ঢাক বাদ্যির সুরে শিউলি গাইছে আগমনীর গান।
কাশফুল আর সাদা বলাকার মিলছে অবস্থান,
প্রাণের খোঁজে মূর্তিরা,চাইছে অপেক্ষার অবসান।
পিতৃপক্ষের অবসান, মহামায়ার আলোকিত আবির্ভাবে।
অসুর বিনাশে অশুভ শক্তির ধ্বংস তাঁর মাতৃ স্বভাবে।
দেবীপক্ষের সূচনা,শরতের শিউলিতে পুজোর-ই আবহাওয়া,
শারদীয়ার পুজোর সুর লাগলো ঢাকে,আজ শুভ মহালয়া।