তিলোত্তমা তোমার জন্যে ব্যস্ত দিন যাপন,
ওঠানামার অনুগল্পে ভালোবাসার স্থাপন।
এ শহর বাঁচতে শেখায়, শেখায় ভালোবাসা,
লুকিয়ে রাখে ভিক্টোরিয়ায়, হাজার নিরাশা।
মেট্রো, ট্রামে ভীষণ ভিড়ে আর খুনসুটি ময়দানে,
দু চোখে স্বপ্নরা ,পাড়ি দেয় এক নতুন অভিযানে।
কলকাতা জীবনের সাথে একাকার হয় মিলেমিশে,
ধর্মতলায় তোমার সাথে, তোমার ঠোঁটের কিশমিশে।
হারিয়ে যায়না গান, "কফি হাউসে" বাঁচে চিরকাল,
জোড়াসাঁকোয় রবির ঐ কবিতার ছন্দে হই মাতাল।
বিদ্যাসাগর আর রবীন্দ্র সেতুতে ভিড় যানজট অবিরাম,
প্রেমের ক্ষতবুকের ময়দানে গান শোনায় রূপম ইসলাম।
প্রিন্সেপ ঘাটে তোমার হাতে ছোট্ট মুক্তোর আংটি থেকে,
বিচ্ছুরিত আলোর নৌকোর জল ছিটোই কলকাতাকে।
কলেজ স্ট্রিটে বইয়ের ভিড়ে গুলিয়ে ফেলি নিজের মন,
তোমায় নিয়ে শিয়ালদহতে বনগাঁ লোকাল ধরি তখন।
দমদম এয়ারপোর্ট থেকে একদিন দেবো স্বপ্নের উড়ান,
আকাশ থেকে শুনবো শুধু কলকাতা,কলকাতার-ই গান।