মা,দাদু দিদা গড়েছে চরিত্রের ভিত,
ধীরেধীরে শিখেছি জীবনের ব্যাকরণ।
মাসি,মামা সময়ের স্রোত চিনিয়েছে,
পরিবারই-তো শেখায় বাঁচার প্রকরণ।
শিক্ষকের কাছে গ্ৰামার-টেন্স, ভয়েস চেঞ্জ ক্রমে,
বীজগণিত,শ্রীধর আচার্য আর ত্রিকোণমিতি।
ফিজিক্স, কেমিস্ট্রি -ক্রমে ক্রমে উচ্চতর গণিত,
কতভুল, কাটাকুটির পৃষ্ঠাই শিখনের সব স্মৃতি।
বন্ধুর কাছে হুক শট,আর গুগলির মোকাবিলা,
কাগজের নৌকো,ব্যাঙ কাটা, রসায়নে প্রশমন।
ওরাই শেখায় মুহূর্তগুলো বাঁচতে নতুন করে,
সুখদুঃখ একাকার হয়ে আনে,শিখনে জোটবন্ধন।
ভুল রাস্তা থেকে প্রতিমুহূর্তে, যারা সরিয়ে আনে,
চোখে আঙুল দিয়ে , দেয় সঠিক পথের খোঁজ।
হ্যাঁ, ওরাই আসল শিক্ষক আমাদের,
খুঁজে দেয় জীবনের প্রতি বাঁকে,নব দিগন্ত রোজ।