ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি, ঘুমই আমার প্রিয়।
কখনো যদি জেগে উঠি আবার ঘুমিয়ে দিও।
ঘুমের মধ্যেই পাড়ি দেই পক্ষী রাজার দেশে,
রথ ভেবে পা রেখেছি সোনালী পাশবালিশে।
যুদ্ধ জয়ের সংলাপ বলি কখনো ঘুমের ঘোরে,
জয়ধ্বনি দিতে গিয়ে ভুল বকেছি জোরে ।
বাস্তবের ব্যর্থতা ভুলি, ঘুমেই সব শান্তি।
নিমেষেই শূন্য হয় দৈহিক সব ক্লান্তি।
ফেলে রেখে যাই আমার সব অসমাপ্ত কাজ,
আগামীকে ভুলে আবার ঘুমোতে যাব আজ।
সব স্বপ্ন সত্যি হয়না, শোধ হয়না সব ঋণ,
শেষবার ঘুমোবো যখন উঠবো না চিরদিন।