বারেবারে ফিরে আসা এ প্রকৃতির মাঝে,
স্বপ্ন ছোঁয় বলাকা ওই আকাশের নীলে।
দিগন্তের খোঁজ নাহয় নাইবা পেলাম,
তাই দাঁড়াই এ বাংলার নদী,খাল-বিলে।
জীবন শুধুই হিসেব করে,
কোথায় লাভ আর ক্ষতি?
দোটানা মন মানেনা বাঁধন,
আটকে রাখে এ ইচ্ছামতী।
প্রকৃতির সাথে মিলবো বলে,
হারিয়েছি আকাশের নীলে।
তোমার ঠোঁটে ঠোঁট রেখেছি,
প্রাণ- সঞ্চারণে বর্তির বিলে ।
স্বপ্ন যেখানে আকাশ ছুঁলো,
সেই জানে তা কতটুকু নীল।
আমিতো এক চেনা নৌকাবাহী,
ছুঁয়েছি শুধু এই বর্তির বিল।
#অর্ঘ্যদীপ #ArghyadipMandal