আমার আমির অন্বেষণে ছুটছি অবিরত,
খাচ্ছি হোঁচট নতুন করে হচ্ছে গভীর ক্ষত।
চেনা আমি , তবুও খুঁজি আমার অচেনাকে,
"আমার আমি" হারিয়েছি ভুল রাস্তার বাঁকে।
জঘন্য হাতের লেখা, কলম হয়তো শক্তিশালী,
আজও শুনি, সেদিনের সেই অবজ্ঞার হাততালি।
সাফল্যের দেখা নাইবা পেলাম,নাইবা পেলাম সুখ,
তবুও আমি আশাবাদী, খুঁজছি অচেনা সেই মুখ।
ঘুমহীন চোখগুলো জাগ্ৰত,আমার আমির খোঁজে,
অতীতের সব ব্যর্থতারা শুধু , নীরবে চোখ বোজে।
ইনোভেশন নিয়ে সবাই বলছে , আমি নির্বিকার।
বলবো! যেদিন হবে "আমার আমি"র আবিষ্কার ।