আজ ও আমি অপেক্ষায়
কি করে যে বুঝাবো
তা জানি না ?
শুধু জানি তুমি আমার
কখন হবে তা জানি না ?
কেন জানি না সব জেনে
না জানার বান করছ ?
বলার ইচ্ছে করলেও
বলতে পারবে না কারন
সময়টুকু ফিরে পাবে না;
আর যখন বলতে আসবে
ও গো অপেক্ষা আর করো না
আমি চিরজীবনের জন্য
চলে এসেছি ;
আর তখন হয়তো আমাকে
আর পাবে না ওই পৃথিবীতে
চিরতরের জন্য চলে যাব !
হাজার চেষ্টা করলেও আগলে ;
রাখতে পারবে না,কারন
আমার অপেক্ষার সময়সীমা
সমাপ্ত হতে চলেছে ;
রচনা- মুন্না নাথ
(বাংলা সাম্মানিক বিভাগ
জনতা কলেজ, কাবুগঞ্জ)