২৪ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ।

হঠাৎ বাসের সম্মুখীন
লাল রঙে রাঙাইত ।
প্রায়ই যাতায়াত হত
প্রতিদিনের মতো।
আরাম কেদারা নিয়ে
অসুবিধা হতো না;
কারণ, সংরক্ষিত ছিল।
আজও বাসে ছিলাম।
হঠাৎ এক যাত্রী উঠল !
আরাম কেদারা প্রায় ই সম্পূর্ণ ।
তখন দেখলাম ওই যাত্রী
বাস চালকের পিছনে
হলুদ রঙে রাঙাইত দণ্ডে বসল।
সেটা দেখার পর অনুভব হল
অপ্রয়োজনীয় টাই সময়ে প্রয়োজন হয়ে ওঠে!
সময়ই সবকিছু পরিবর্তন করে দেয়
তা আবার সব ক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে।
যাত্রীর ভাবনা ভার্সিটিতে কখন পৌঁছাবে।
আর নামবে...
                        
                      ছাত্র, বাংলা বিভাগ
                আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর