(০৫ সেপ্টেম্বর ২০২০
২০ ভাদ্র ১৪২৭)
শিক্ষাগুরু হলেন সমাজের আদর্শ ;
শিক্ষাব্যবস্হার এক গুরুত্বপূর্ণ স্পর্শ
শিক্ষার জগতে জানিয়েছো নিত্য নতুন আশা,
আপনারাই আঁধার জগতের আলো,
আপনাদের দ্বারাই বুঝি মন্দ- ভালো,
অভাব ছিল অধিক জ্ঞানের,
অজানা ছিল প্রচুর তথ্য ;
ভ্রান্ত ধারনাগুলি হয়েছে ধ্রুব সত্য।
শিক্ষকতা এই বিশ্বে সুমহান পেশা,
এই পেশাতে বিদ্যমান জ্ঞানের নেশা,
শিক্ষক মানে জ্ঞানগুরু, গভীরভাবে শ্রদ্ধা,
আমরা যেন রাখতে পারি শিক্ষাগুরুর মর্যাদা,
শিক্ষক যেমন ভালোবাসেন,ভূল করলে বকতে জানেন,
আদর্শ শিক্ষকরাই এই সমাজ গড়ে তুলেন।
শিক্ষক দেখিয়েছেন জ্ঞানরাশির পথ ,
শিক্ষকদের তাই হওয়া চাই আদর্শ ও সৎ ।
শিক্ষক ছাত্র গড়ার অন্যতম কারিগর,
শিক্ষক মানে বাহিরে ক্রোধ, অন্তরে স্নেহ মমতা।
শিক্ষক মানে কঠোরভাবে নিয়ম- কানুন সর্বদা,
শিক্ষক মানে মানের যোগ্য, ছাত্রের প্রতি উদারতা।
শিক্ষার মেরুদণ্ড শিক্ষকের হাতে,
শিক্ষক ছিলেন, আছেন, থাকবেন আমাদের সাথে,
প্রিয় শিক্ষক, আপনার কাছে থাকবো ,
আমি সর্বদা ছোট হয়ে,
একটু প্রণাম জানাতে চাই, আপনার চরণ ছুঁয়ে।
রচনা- মুন্না নাথ
( বাংলা সাম্মানিক বিভাগ
জনতা কলেজ, কাবুগঞ্জ)