২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ।
সুচন্দা যেন বিজয়ীর প্রতিরূপ;
যার মধ্যে আনন্দের কলরব ।
যা রূপের সৌন্দর্য অতুলনীয় !
যা সুচন্দার মধ্যেই স্পষ্টতর ।
দেখতে হলে বুঝতে হবে তাঁর পরিসর !
যার মধ্যে অসংখ্য ভালোবাসার সঞ্চার ;
সারসের মতো আসা-যাওয়া !
হৃদয়ের মধ্যে কোমলতার ডাক ।
শুনেছিলাম ওই বরাকের তীরে;
তাই তো এসেছি চলে,
তোমায় সাড়া দিব বলে।
তাইতো বলি, সুচন্দাই সুচন্দার প্রতিরোধ !
দেখতে যদি হয় দেখো নিয়মাবলীকে,
যমুনার মতো কলরব, চলছে জীবন ধারা;
তাইতো বলি, সুচন্দা জীবনাধারার প্রতীক!
ছাত্র, বাংলা বিভাগ
আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর