১৪ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ।

বন্ধুদের সমালোচনা অতি প্রকর
সত্যি তা তো বটে !
তাঁর ধারা রচিত সাহিত্য সমাজ।
তাইতো বলি, সমালোচনার দ্বারা রচিত সাহিত্যের পাতা;
সমালোচক সমালোচনা করেন প্রতিটি অঙ্গে।
সমালোচনাই সমালোচনার প্রতিরোধ।
সমালোচনা সাহিত্যের একটি ধারা;
যার দ্বারা সৃষ্ট বাংলা জগত!
বাংলা ভাষার আদিতম ধারা সমালোচনা।
যার দ্বারা সৃষ্ট বাংলা ভাষা।
বাঙালি বাংলা ভাষার কেন্দ্রবিন্দু!
যার মূলে রয়েছে বাংলার সমালোচনা।

                      
                    ছাত্র, বাংলা বিভাগ
               আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর