২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ।
বসে আছি কিনারায়
হাতে কোয়াটার
ভাবছি চুমুক দেবো কি না
বাধ্য করেছ নিজেকে
চুমুক দিতে না দিতেই
মনে হল প্রেয়সীর কথা
তোমার স্পর্শের আনন্দটা
আজ বিলীন ।
আজও খুঁজে বেড়াই
সেই স্পর্শটাকে
তুমি আমায় দিয়েছিলে
আজ স্বপ্নের মতো,স্মৃতির পাতায়।
ভোলার চেষ্টা করেও
পারিনি ভুলতে,তোমার এই স্পর্শ
মনের গভীরে কোলাহল প্রস্তুত করে।
তুমি বলেছিলে কোয়াটার,ছেড়ে দিতে
আজ সেই কোয়াটার তোমার জায়গায়
ভাবতে অবাক লাগে ।
যদি যাওয়ার ছিল,কেনই বা এসে ছিলে
অন্ধকারকে আলোকিত করে
আবার অন্ধকারে ঠেলে দিতে।
কেনই বা তুমি আমাকে স্পর্শ করলে
যদি চলে যেতে হয় তোমায়!
প্রাক্তন ছাত্র, বাংলা বিভাগ
আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর