২১ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ।
ক্লান্তি শেষে তোমার চেহারাটাই আমার কাছে শান্তির প্রতীক!
তা যেন অহরহ টান দিয়েছে মনের গভীরে ।
আছি বড্ড একা নিঃসঙ্গতায়
এসেছি পৃথিবীতে একা
নিঃসঙ্গ তাকে পেরিয়ে উঠতে
তোমাকে আমার প্রয়োজন ।
তুমি কি আমায় কাছে টানবে
তোমার ভালোবাসায় নিঃসঙ্গটাকে দূর করতে চাই ।
আমাকে এই নিঃসঙ্গতা যেন চেপে ধরেছে
তাই প্রতিটি মুহূর্তে তোমাকে খোঁজার চেষ্টা করি
তবুও পাইনি তোমার দেখা।
তুমি কি আছো এই পৃথিবীতে!
থেকেও না থাকার মত রয়েছো আমার কাছে
আমি ভেবেছিলাম তুমি অন্য কারোর ছত্রছায়ায় কিন্তু না...
কি বলবো তোমায় তুমি যদি নিজেকে না বোঝ।
আমি তোমাকে আমার মত করে পাওয়ার চেষ্টা করেছি
তাতে তুমি সাড়া দাওনি
তোমার সাথে কাটানো সময়
আজ স্মৃতির পাতায় ।
ছাত্র, বাংলা বিভাগ
আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর