জনতা কলেজে পড়ি আমি
মুন্না আমার নাম ।
কলেজটা আমার যত বড়
তার চেয়ে বড় তার সুনাম ।
কলেজটা আমার মন্দির তুল্য,
শিক্ষক স্বর্গীয় দূত ।
তাদের কাছে শিক্ষা পেয়েছি,
তারই অগ্রদূত ।
দুষ্টুমিতে বকেন সবাই,
এই বকাতেও জ্ঞান ।
সেই কারণে কারো মনে,
হয় না অভিমান ।
জ্ঞানের আলো কলেজ আমার,
গুরু আমার প্রাণ ।
তাদের ছোয়াঁ পাচ্ছি বলে,
আমি ভাগ্যবান ।
রচনা- মুন্না নাথ
(বাংলা সাম্মানিক বিভাগ
জনতা কলেজ, কাবুগঞ্জ)