বহু ব্যাথা সহ্য করে
দিয়েছো আমায় জনম !
একটু ব্যাথা পেলে
লাগাও স্নেহের মলম ।
মায়ের কোলে নিয়েছি জনম;
মায়েরি আদরে...
কত কষ্ট করেছ গো মা আমায়,
লালন-পালন করতে গিয়ে ।
আমারি জনম সফল ,
তোমারই আশিস পেয়ে;
মায়ের আশির্বাদ পেয়েছি বলে;
আজ হয়েছি এত বড়ো;
মায়েরই কষ্ট হাজার ,
মূল্যের চেয়েও দামী;
মায়ের কোলে নিয়েছি জনম;
মায়েরি আদরে...
মা গো তোমার এত কষ্ট ,
ভুলবো না চিরজীবন;
মাগো...
তোমার আশির্বাদ পেয়েছি বলে;
আজ সার্থক আমার জীবন ।

    রচনা-                মুন্না নাথ
                 (বাংলা সাম্মানিক বিভাগ
              আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর )