*২৭ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ।*
স্বপ্নের ঘরে দেখা দেয়
কালপুরুষের ছায়া
প্রভাতকালে শয্যায় শিহরিত মন
আতঙ্কে শুধু ডাকছি মা মা মা মা ।
স্বপ্নটি ঝালের মধ্যে লুকায়িত
অস্পষ্টের মধ্যে স্পষ্টের অভাব
অগোছালো।
ঐন্দ্রজালিক হলেও তা বাস্তব
মনে হচ্ছে চাপ দিয়ে ধরেছে ।
চলছে ছুটে পালানোর প্রয়াস
মা মা মা করে চিৎকার ।
কেবা জানে কেবা বলে
কি হলো তাঁর।
মা বলল কালপুরুষ ঘাড় চেপেছে
তাইতো করছে চিৎকার।
শেষে নয়ন খুলে দেখি
কোথায় কালপুরুষ কোথায় স্বপ্ন
আছে শুধু বাস্তবের ছায়া।
ছাত্র, বাংলা বিভাগ
আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর