মা হল ভগবান ;
মার কাছে পেলাম প্রাণ ।
মায়ের মত এত আপন ;
নাই যে কোন স্বজন ।
মায়ে বুঝে সন্তানের ব্যাথা ।
মা না হলে যে জীবন বৃথা ।
মা যে হল অমূল্য ধন ;
খুশি রেখো সদা তাঁর মন ।
মা যে হল আসল রত্ন ;
তাই মায়ের কর যত্ন ।
মায়ের আদেশ করা কর্ম ;
এটাই হল মূলধর্ম ;
মায়ের যদি থাকে আশির্বাদ,
পুরবে নিশ্চয়ই মনের সাধ,
পুজা কর মায়ের চরণ ;
তবেই হবে সার্থক জনম ।
রচনা- মুন্না নাথ
(বাংলা সাম্মানিক বিভাগ
জনতা কলেজ, কাবুগঞ্জ)