জীবনে সংগ্রাম করতে হয়
তাই কর, অযথা করো না
যার প্রতিফলন তোমায় তাড়া করে ,
এমনটা হবে যা তাড়া না দেয় ।
জীবনই জীবন সংগ্রাম
যা হবে প্রযোজ্য!
জীবনের মুহূর্তগুলি যেন
নদীর কলরবের মত।
তাই তো বলি!
জীবন চলে জীবনের পথে
তাই জীবনকে চলতে হয়
জীবনের মত করে।
সেটাই জীবনের মূল উদ্দেশ্য।
জীবন চলছে চলার পথে
চলমান প্রবাহে।
তাই জীবনকে দেখতে হয়, জীবনামুখী করে;
তাই তো বলি জীবন সংগ্রাম...
ছাত্র, বাংলা বিভাগ
আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর