২০ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ।
প্রায় আড়াই মাস বিছানায় ছিলাম
তৎপর সাক্ষাৎ বাহনের।
সচরাচর যাতায়াতের মধ্যে,
দায়বদ্ধতা অনুভব করতে হত!
হঠাৎ করে জীবনের চলমান প্রবাহ স্থগিত।
যার প্রতিরুপে রয়েছে জীবনের প্রতিরোধ ;
যা রীতিমতো আমার অকল্পনীয় ভাবনার প্রকাশ!
যার সাথে প্রতিটি মুহূর্ত আলাদাই অনুভূতির সঞ্চার।
যার মধ্যে প্রতিনিয়ত আসা-যাওয়া ।
সেই মুহূর্তগুলি এখন অবাস্তব!
জীবনের পরিসর ক্ষুদ্র হতে দেখেছি।
তাইতো বলি, জীবনের ধারা বাস্তব টান দিয়েও অবাস্তবের সম্মুখীন করে দেয়!
সেটাই হয়তো জীবন...
ছাত্র, বাংলা বিভাগ
আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর