০৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ।

গম্ভীর মুখে যেন ফুটে ওঠে
ভালোবাসার ছাপ
তার মধ্যে যেন লালিত্যময়।

বসে আছে বিছানায়
কথা হয় যান্ত্রিকায়
নতুনত্ব যেন দেখা দেয় ওর পাড়ায়।

কিছু না বলার মধ্যে যেন
রয়েছে কিছু বলার ইঙ্গিত।

বসে আছি সম্মুখে
তবু যেন দেখা হয় অন্যদিকে
আবার, ওর মধ্যে যেন দেখা
দেয় শিশুর আবাস ।

বসে আছে বিছানায়
পাখা হাতে খণ্ড-বিখণ্ড।

আমি যদি আসি তোমায় পাবো
তুমি কি দেবে আমায় আশ্রয়
জীবন রঙে বসে আছি
তোমার ও সঙ্গে।

তোমায় বড্ড ভালোবাসি
তাই তোমায় পেতে চাই
জীবন ছায়ায়...

                    ছাত্র, বাংলা বিভাগ
              আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর