০৫ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ;
বাবা যখন আমি ছোট ছিলাম ,
যুবক ছিলেন আপনি ;
সেদিনই কি আর আসবে ফিরে,
বলা যায় কি আজ ।
বাবার কাছেই শিখি হাটা ;
শিখি চলা- বলা ,
সারাদিনই কাটতো আমার ,
জড়িয়ে তোমার গলা ।
বাবার কাছেই হাতে খড়ি ;
প্রথম আমার লেখা- পড়া,
জগৎটাকেই প্রথম আমার,
বাবার চোখেই দেখা ।
আজকে বাবার চুল ঝরেছে;
গ্রাস. করেছে জ্বরা ,
তবুও বুঝি বাবা থাকলেই ;
লাগে ভুবন ভরা ।
বাবা এখন চশমা পরেন !
পার করেছেন আশি-,
আজও বাবা আগের মতোই ;
অনেক ভালোবাসি ।
রচনা - মুন্না নাথ
(বাংলা সাম্মানিক বিভাগ
জনতা কলেজ, কাবুগঞ্জ)