আমি পারব না তোমাকে ভুলিয়ে দিতে,
যাকে সবকিছু দিয়ে ভালোবেসেছি ।
কতটুকুই আর দিতে পারবে তুমি...
তোমার মধ্যেতো এখন কেবলই হাহাকার ।
তোমার ঐ শূন্য হৃদয়...
আমার ভালোবাসা কখনও পূর্ণ নাও হতে পারে ।
আমাকে তুমি ভালোবেসনা...
বরং আমিই ভেজাবো তোমাকে
ভালোবাসার বৃষ্টিতে...।
তার আঘাত ফুল ভেবে
মনেই ভুলে নিও
আমার ভালোবাসা কাঁটা ভেবে...
দূরে ঠেলে দিও না ।
ভুলে যেও আমাকে,
আমার ভালোবাসা ভুলে যেও না ।
রচনা- মুন্না নাথ
(বাংলা সাম্মানিক বিভাগ
জনতা কলেজ, কাবুগঞ্জ)