২৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ ।


দীপঙ্কর যেন এক আলোকিত ধারা ;
যার মধ্যে সমস্ত সঞ্চারের আবহমান,
যার দ্বারা প্রতিপলিত এ সমাজ ‌।
তাইতো বলি, দীপঙ্করই দীপঙ্করের প্রতিরূপ!
ওকে জানতে হলে জানতে হবে তাঁর পরিসর  ।
ওর মধ্যে ভালোবাসা যমুনার মতো
আসা- যাওয়া !
দীপঙ্কর যেন এক সমুদ্রের ধারা ,
যার মধ্যে প্রবাহিত জীবন্ত ধারা।
তাইতো বলি, দীপঙ্কর প্রদীপের সমমান...

                        
                      ছাত্র, বাংলা বিভাগ
               আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর