২৭ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ।
১৪ সেপ্টেম্বর ২০২৩ ইং
আজ থেকে ক্লাসের তাড়া নেই
নেই বাসে উঠার তাড়াহুড়ো
ক্লাসরুমের আড্ডাটা আর নেই
স্নাতকোত্তর প্রায় শেষের দিকে
গোটা কয়েকদিন
সেই আড্ডা বন্ধুদের সাথে ক্লাসরুমে
কত না কিছু কথা থেকে যায় ক্লাস রুমে
কিছু কথা রয়ে যায় স্মৃতির পাতায় ।
ক্লাসে স্যার ও ম্যাডামদের বকুনি খেয়েও
পরপর ক্লাস করে যাওয়া সেটা আজ আর নেই
ছাত্র জীবনের সর্ব উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান ভার্সিটি
আজ দেখতে দেখতে দু'বছর পেরিয়ে এলাম
বুঝতে পারিনি ভার্সিটি জীবন সমাপ্ত ।
মনে পড়ে মনে পড়বে মনে থাকবেও
আজকের এই দিনগুলো
শুধু থাকবে না সময় ।
আসবো ফিরে বিভাগে ক্লাসরুম ঠিকই থাকবে
কিন্তু বদলে যাবে সময়
তখন মনে পড়বে বিভাগ বদলে গেছে।
কিন্তু বিভাগ বদলাইনি বদলে গেছে আমাদের সময়...
ছাত্র, বাংলা বিভাগ
আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর