১৬ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ।
ছন্দে ছন্দে মম ছন্দে
হৃদয় ছন্দে চঞ্চল গামী
ছন্দে ছন্দে নিজ ছন্দে
লিখিত কবিতা ।
তন্দ্রিত তন্দ্রিত তব শয়নে
আনয়তি তব তারা মম হৃদয়ে ।
ছন্দে ছন্দে মম ছন্দে
হৃদয় ছন্দে পুষ্পিত আলো
ছন্দে ছন্দে মম চিত্ত ডাকে
মনের ভবন দেখিয়া এসো
এ আবাস লয়ে
মনের ভেতর করে লড়াই
দেখে যদি যেতে একবার
ভালো ই হত এ সংসার ।
তুমি দেখেছো বহিঃসত্তাকে
কিন্তু দেখোনি অন্তরসত্তাকে ?
ছাত্র, বাংলা বিভাগ
আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর