১৭ই ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ,
                                                          
চলতে চলতে অনুভব হয় ;
এই বিশ্বভ্রমাণ্ড অত্যন্ত সীমাহীন,
ওই বিশ্বভ্রমাণ্ড কে জানতে হলে;
অনেক পথ চলতে হবে,ধর্য রেখে;
আর  তখনি জানতে পারবে
ওই বিশ্বভ্রমাণ্ড কে ?

চলার মধ্যে এমনি এক অদ্ভুত মহৎ ব্যক্তি ,
এর সম্মুখিন হতে হয় !
যা আমার জীবনের প্রথম সম্মুখিন
এবং অতুলনীয় !
এই অতুলনীয় মহৎ ব্যক্তির  দ্বারাই
আজ আমি ওই জায়গায় ;

চলার পথের  মধ্যে এমনি এক অদ্ভুত দৃশ্য
পেলাম যাকে পরিস্ফুট করলে
হয়তো কিছুটা জনা যাবে ;
চলার মধ্যে অনেক সংকটেরও সম্মুখিন হতে হয়েছে  যা বলে বুঝানো অসম্ভব ;

চলার মধ্যে এমনি অনুভব সৃষ্টি  হয়
যার দ্বারা প্রশ্ন জেগে ওঠে মনে ;
কোথা থেকে কোথায় যাব ?
দিশাহারা হয়ে শুধু ঘুরছি
ওই ভ্রমাণ্ডের মধ্যে
বছর ক্ষনেক পরই মনে পড়ে
কিছু চোখের আড়ালে স্পষ্টহীন
খুঁজতে হলে বছর ক্ষনেকেরই প্রয়োজন
তা আমার নিকট ছিল না ?
বসন্তের কোকিলকে সমর্পণ করি
আমার হয়ে একটু ঘুরতে
ওই বিশ্বভ্রমাণ্ডের নিকট...

         রচনা-              মুন্না নাথ
                    (বাংলা সাম্মানিক বিভাগ
                    জনতা কলেজ, কাবুগঞ্জ)