২০ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ।
আজকের এই দিন সমগ্র ভারতবর্ষে পালিত হচ্ছে বিশ্ব বন্ধুত্ব দিবস।
আমরা সকলই একজন একজনকে ইচ্ছা প্রকাশ করছি বিশ্ব বন্ধুত্ব দিবস উপলক্ষে।
আমরা সকলই জানি বন্ধুত্বের সম্পর্কটাকে
তারপরই আমরা গুরুত্ব দিচ্ছি না!
সময় ধরা দিচ্ছে না আমাদের কাছে
সবাই ব্যস্ত যার যার কাজ নিয়ে
ব্যস্ত সমাজে নানান ব্যস্ততা।
বাস্তবের উপর দাঁড়িয়ে রচনা আমার এই কবিতাটি।
কালকের বন্ধুত্ব আর আজকের বন্ধুত্বের মধ্যে অনেক ফারাক রয়েছে।
আমরা সকলই সময়ের উপর দাঁড়িয়ে ভাবছি
সেটা কি সত্যিই বন্ধুত্ব না অন্য কিছু
সেটা নিয়ে আমার প্রশ্ন বন্ধুর কাছে?
আজকাল বন্ধুত্বকে মাপা হয় টাকা পয়সা দিয়ে
আজ তোমার টাকা পয়সা আছে বন্ধুত্ব আছে নতুবা কিছুই নেই
এই ব্যস্ত সমাজে।
ছাত্র, বাংলা বিভাগ
আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর